আনন্দ সকাল (Seg 4): প্রথম তালিকাকেই মান্যতা দিয়ে প্রচার ডায়মন্ড হারবারে, ছড়াল বিভ্রান্তি|Bangla News
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের মধ্যেই উল্টো ছবি ডায়মন্ড হারবারে। গত চৌঠা ফেব্রুয়ারি প্রথমে যে প্রার্থী তালিকা সামনে এসেছিল, তাতেই মান্যতা দিচ্ছেন তৃণমূল নেতাদের একাংশ। প্রচারও চলছে। ফলে দ্বিতীয় প্রার্থী তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। চলছে রাজনৈতিক তরজাও
বিজেপির বিধাননগর কমিশনারেট অভিযানের ডাক। পুলিশ মিছিল আটকালে উত্তেজনা ছড়ায়। এই অবস্থায়, বিধাননগরের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হল। তাতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল আদালত
পুরভোটের টিকিট পাননি উত্তর ২৪ পরগনা জেলার ৫ পুরসভার বিদায়ী পুরপ্রধান। টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন গোবরডাঙ্গার পুরপ্রধান সুভাষ দত্ত
ছাগলচোর সন্দেহে এক যুবককে বিদুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনা ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার রূপপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে মারধরের অভিযোগ।






























