আনন্দ সকাল (১): ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপ, 'ফরেন্সিক টেস্ট হবে' জানালেন দমকলমন্ত্রী
এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না। কিডনি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিনেতার ফুসফুস ও শরীরে যে সংক্রমণ রয়েছে তার জন্য অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে। অন্যদিকে এক ধাক্কায় অনেকটায় কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৩৬ হাজার ৪৬৯ জন। মৃত্যুও ৫০০-র নীচে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর রাজ্যেও। টানা এক সপ্তাহ পর বাংলায় দৈনিক সংক্রমণ কমল ৪ হাজারের নীচে। নিউ নর্মালে আজ বিহারে প্রথম দফার নির্বাচন। ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি। পাশাপাশি সল্টলেকের এফডি ব্লকে পুজো মণ্ডপে ভয়াবহ আগুন। আগুনে সম্পূর্ণ মণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলমন্ত্রীর আশ্বাস, কীভাবে আগুন লাগছে তা জানতে তদন্ত হবে।