আনন্দ সকাল(২): মাস্ক না পরার অভিনব যুক্তি! রবিবার পুজোর বাজারে উপচে পড়া ভিড়, অপেক্ষা করছে কি ভয়ঙ্কর পরিস্থিতি?
পুজোর আগে শেষ রবিবার শহরের প্রতিটি বাজার-শপিং মলে উপচে পড়া ভিড়। করোনা আবহে স্বাস্থ্যবিধি না মানার ছবি ধরা পড়ল প্রত্যেকটি জায়গায়। বিধি ভাঙার প্রবণতা ডেকে আনবে বড় বিপদ, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ভিড় এড়িয়ে চলুন। মেনে চলুন সোশাল ডিসস্ট্যান্সিং। পরুন মাস্ক। নিউ নর্মালে পুজোর আনন্দ উপভোগ করায় বাধা নেই। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ, সব করুন স্বাস্থ্যবিধি মাথায় রেখে। অন্যদিকে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। কিন্তু তার মধ্যেই হচ্ছে দুর্গাপুজো। এই সময়ে বাড়ির বয়স্কদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের বাড়ি থেকে না বেরোতে দেওয়াই একান্ত কাম্য। নিউ নর্মালে দুর্গাপুজো কীভাবে কাটাবেন তাঁরা? সেই দায়িত্ব নিল এবিপি আনন্দ।






























