আনন্দ সকাল (২): বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির টপ অর্ডারে বড় পরিবর্তন! আরও খবর সঙ্গে
দীর্ঘ তিন বছর পর প্রকাশ্যে বিমল গুরুঙ্গ। তিনি যখন কলকাতায়, তখন গোটা নভেম্বর মাস জুড়ে দার্জিলিংয়ে থাকছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক। দিল্লি থেকে কলকাতা ফিরেই রাজ্যের সাংবিধানিক প্রধান চলে যাবেন উত্তরবঙ্গে। মোর্চা নেতার রাজনৈতিক অবস্থান বদলে যখন পাহাড় সরগরম, সেই সময় টানা এক মাস পাহাড়ে কাটাবেন রাজ্যপাল। দার্জিলিংয়ের রাজভবন থেকেই কাজ সামলাবেন তিনি। অন্যদিকে একুশের ভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল। সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অমিতাভ চক্রবর্তী। ভাঙল দিলীপ ঘোষ-সুব্রতর জুটি। অন্যদিকে একুশের প্রস্তুতিতে ৬ নভেম্বর ফের বাংলায় আসছে জে পি নাড্ডা। ক্যানিংয়ে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। যুব বনাম মূল তৃণমূলের সংঘর্ষে জখম দু’পক্ষের চার। গতকাল সন্ধেয় যুব তৃণমূলের বৈঠক ছিল মধুখালিতে। স্থানীয় যুব নেতৃত্বের অভিযোগ, বৈঠক শেষে ফেরার পথে তৃণমূল অঞ্চল সভাপতির ঘনিষ্ঠরা তাদের পথ আটকে মারধর করে। পাল্টা তৃণমূল নেতার দাবি, তাদের মারধর করে যুব তৃণমূলের কর্মীরা। দু’পক্ষের চারজন ভর্তি ক্যানিং মহকুমা হাসপাতালে। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দু’পক্ষই।






























