(Source: ECI/ABP News/ABP Majha)
SSC Corruption: নিয়োগ দু্র্নীতির অভিযোগ মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন!
'২০১৬ সালের এসএলএসটি সহ ৪ পরীক্ষায় ৮ হাজার ৬১১ জনের নিয়োগে দুর্নীতি হয়েছে! কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় অবশেষে এবার নিয়োগ দু্র্নীতির অভিযোগ মেনে নিল খোদ স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নিয়োগ দুর্নীতির সংক্রান্ত বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামায় জমা দিয়েছে এসএসসি। ২০১৬ সালে নবম-দশম, দ্বাদশ-একাদশে শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত সেই হলফনামা প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, এসএসসি স্বীকার করে নিয়েছে, নবম-দশমের তালিকায়, উপরে থাকাদের টপকে ১৮৩ জনের নিয়োগ হয়েছিল। একাদশ-দ্বাদশে ৩৯ জনের নিয়োগেও এমনই অনিয়ম ধরা পড়েছে। নবম-দশমে ৯৫২ জনের নিয়োগে OMR শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। একাদশ-দ্বাদশে ৯০৭ জনের নিয়োগেও ওএমআর শিট কারচুপির ঘটনা ধরা পড়েছে। গ্রুপ সি পদে ৩ হাজার ৪৮০ জনের নিয়োগে ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে। গ্রুপ সি পদে সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছিলেন ৫৭ জন চাকরিপ্রার্থী। গ্রুপ ডি পদে ২ হাজার ৮২৩ জনের নিয়োগে ওএমআর শিট কারচুপি ধরা পড়েছে। গ্রুপ ডি পদে সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছিলেন ১৭০ জন চাকরিপ্রার্থী