Ananda Sokal : অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! জানিয়ে দিলেন হুমায়ুন কবীর
Ananda Sokal : অগ্রাধিকারের তালিকায় দু'নম্বরে দল। পয়লা নম্বরে জাতিসত্তাই! শোকজের জবাব দিয়ে জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি তিনি কোনও অন্যায় করেননি। পাশাপাশি শুভেনদু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়ার বিষয়ে এদিনও হুঙ্কার দিয়েছেন তৃণমূল বিধায়ক। রেজিনগর ভারতবর্ষের বাইরে নয়। পাল্টা মন্তব্য করেছে বিজেপি।
কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান
কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান। ভোর সাড়ে ৪টে নাগাদ চওড়াহাটে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক দোকান। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় ১৮টি দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সকালে ঘটনাস্থলে যায় দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও দিনহাটা পুরসভার চেয়ারম্যান।






























