Basirhat News: বসিরহাটে চায়ের দোকানে তৃণমূল কর্মীকে হত্যা | TMC News | ABP Ananda Live
ABP Ananda LIVE : বসিরহাটে চায়ের দোকানে খুন তৃণমূল কর্মী! দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। ভরা বাজারে রাত ৮ টা নাগাদ তৃণমূল কর্মীকে খুন। বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা
দেশবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা
দেশবনধু চিত্তরঞ্জন দাসের মৃত্য়ুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম৷ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেশবন্ধুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই অনুষ্ঠানে।
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল AI 180 উড়ান। বিমানের বাঁদিকের ডানায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, কলকাতায় অবতরণ। রাত পৌনে একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদের। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত, জানান পাইলট। এরপর ভোর ৫টা ২০ মিনিটে ফের মুম্বইয়ের উদ্দেশে উড়ে যায় বিমানটি।






























