Bengal Top News: নানুরে উদ্ধার ২৫টি তাজা বোমা, বড়জোড়ায় দেওয়াল লিখন ঘিরে সংঘর্ষ, আরও খবর
দেওয়াল লেখা নিয়ে উত্তপ্ত বীরভূম। নানুরে আহত হয়েছেন বিজেপি কর্মীরা। এলাকায় বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ। তল্লাশিতে ২৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। আবার অন্যদিকে বাঁকুড়ার বড়জোড়া থানার তাজপুর গ্রামে দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধের সময় তাদের প্রতীক আঁকা কয়েকটি দেওয়ালে তৃণমূল কর্মীরা জোর করে পোস্টার সেঁটে দেন।
এই নিয়েই বচসা বাধে। অভিযোগ, তারপরেই দুপক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাতেই ৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল।
এদিকে পাণ্ডবেশ্বরের (Pandabeswar) বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) যোগ দিলেন বিজেপিতে (BJP)। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, জিতেন্দ্র আগে থেকেই মনঃস্থির করেছিলেন বিজেপি করবেন। শেষ পর্যন্ত সবার সহমতিতে তিনি যোগ দিয়েছেন। ‘যতক্ষণ না কোন অভিযোগ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ কাউকে দোষী বলা যায় না। যারা আসানসোল এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তা সত্যি হতেও পারে, নাও হতে পারে’।