BENGALTOP NEWS: কেমন আছেন জাকির হোসেন? আজ ভারত সেবাশ্রমে অমিত শাহ, আরও খবর
বোমায় আহত মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। খবর হাসপাতাল সূত্রে। আজ ভোর ৫টা নাগাদ মন্ত্রী ও তাঁর এক সঙ্গীকে এসএসকেএম (SSKM) ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। সূত্রের খবর, নিমতিতা স্টেশনে বোমায় আহত আরও ১২ জনকেও এসএসকেএমে আনা হচ্ছে।
এদিকে এক সপ্তাহের মধ্যেই ফের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। আজ দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সকালেই যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হবেন।
দক্ষিণ ২৪ পরগনায় অমিত শাহর (Amit Shah) কর্মসূচির দিনেই আজ পৈলানে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ২টোয় সভা শুরু হওয়ার কথা। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। দলের কর্মীরা নেত্রীর সভায় জমায়েত নিয়ে যথেষ্ট আশাবাদী।