Kasba Incident: রাস্তায় ফেলে ছাত্রকে নির্মম নির্যাতন! এবিপি আনন্দর হাতে মনোজিতের গুন্ডামির হাড়হিম করা ভিডিও
ABP Ananda Live: রাস্তায় ফেলে ছাত্রকে নির্মম নির্যাতন! এবিপি আনন্দর হাতে মনোজিতের গুন্ডামির হাড়হিম করা ভিডিও। প্রাক্তনীদের কলেজে ঢোকার বিরোধিতা করে জুটেছিল নৃশংস মারধর। FIR করেও লাভ হয়নি। অভিযোগ আক্রান্তের। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ। সব দেখেও ভয়ে মুখ খোলেননি নিরাপত্তারক্ষী। দাবি এজেন্সির কর্ণধারের।
ছর ঘুরলেই বিধানসভা ভোট। ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি।আর সেই ভোট পরিচালনার গুরুদায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপরই দিলেন নরেন্দ্র মোদি- শাহরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা হবে। আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন দলকে, জানালেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "সভাপতি পদটা বহমানতা। তিন বছর অন্তর অন্তর পরিবর্তন হয়। এটা পুরোটাই টিম গেম। পার্টি সঙ্ঘবদ্ধ। পরাজয় নিশ্চিত জেনেও ৮০-র দশকে যাঁরা পোস্টার লাগিয়েছেন, স্ট্রিট কর্নার করেছিলেন ব্যক্তিগত ফিক্সড ডিপোজিট ভেঙে নির্বাচনে নেমেছিলেন জমানত বাজেয়াপ্ত হবে এটা জানার পরেও। তাঁরা সবাই বিজেপিকে একযোগে নামবেন। এই মুহূর্তে আর কোনও রাজনৈতিক দলের হাতে পশ্চিমবঙ্গের ভবিষ্য়ত নেই। ২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ বাঁচতে চায়। বাংলা বাঁচতে চায়। পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্য মানুষ সচেতন। এই নির্বাচনটা মানুষই লড়বেন।''






























