Morning Bulletin: দক্ষিণেশ্বর থেকে মেট্রোরেল সফর, আনন্দ সকালে আর কী খবর?
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর গতকাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল উদ্বোধনের পর আজ সকাল ৭টায় নির্ধারিত সময়ে শুরু হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা (Dakshineswar Metro Service)। ইতিমধ্যেই যথেষ্ট সংখ্যক মানুষ মেট্রোয় সওয়ার হয়েছেন। আজ অনেকেই প্রয়োজনে, আবার অনেকেই নিছক শখ মেটাতে দক্ষিণেশ্বর মেট্রোতে উঠেছেন। 'এত সুন্দর স্টেশন দেখে দারুণ অনুভূতি হচ্ছে', জানালেন এক যাত্রী। জানা গেছে, কাজের দিনে মোট মেট্রো চলবে ১৫৮টি, ছুটির দিনে চলবে ১৫৬টি। ৬ মিনিট অন্তর চলবে ট্রেন। অন্যদিকে একটা সময় বাংলায় ভোট মানেই ছিল বাংলায় দেওয়াল লিখনে ছড়ার ছড়াছড়ি। যুগের সঙ্গে পাল্টেছে সেই ধারা। দেওয়ালের গুরুত্ব অনেকটাই কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার ওয়াল। আর এবারের বিধানসভা ভোটের আগে সেই পরিসর একেবারে সরগরম। কী নেই সেখানে! 'খেলা হবে' থেকে 'টুম্পা সোনা', 'বেলা চাও'-র প্যারোডি থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'Pawri Ho Rahi Hain'। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে বামেদের ব্রিগেড সমাবেশের প্রচার।