RG Kar Update: ধর্ষণ করে খুন? নাকি গণধর্ষণ? সন্দেহভাজন থাকলে কারা?' হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
ABP Ananda Live: ধর্ষণ করে খুন? নাকি গণধর্ষণ? সন্দেহভাজন থাকলে কারা?' আর জি কর মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। শুক্রবার শুনানি। কেস ডায়েরি তলব। আদালতের নজরদারিতে চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্ত চায় পরিবার। এসআইটি গঠনের দাবি।
বাঁধাকপির নীচে বিদেশি মদের বোতল! শিলিগুড়িতে গাড়ি ও পিক আপ ভ্যান আটকাল পুলিশ
বাঁধাকপির নীচে বিদেশি মদের বোতল! শিলিগুড়িতে গাড়ি ও পিক আপ ভ্যান আটকাল পুলিশ। দুটি গাড়ি থেকে উদ্ধার হল ৭২ পেটি বিদেশি মদ। চার পাচারকারীকে গ্রেফতার করেছে রাজ্য আবগারি দফতর। ধৃতরা বিহারের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে অভিযান চালায় জলপাইগুড়ি ডিভিশনের আবগারি দফতরের আধিকারিকরা। ভোর সাড়ে ৫টা নাগাদ শিলিগুড়ির চম্পাসারি এলাকায় মহানন্দা ব্রিজের ওপর প্রথমে একটি গাড়ি আটকানো হয়। এর পিছনেই ছিল পিক আপ ভ্যান। দুটি গাড়ি থেকে উদ্ধার হয় ৭২ কার্টন বিদেশি মদ। যার বাজারমূল্য ১৬ লক্ষ ২০ হাজার টাকা। সিকিম থেকে বিহারে মদ পাচার করা হচ্ছিল বলে আবগারি দফতরের অনুমান।






























