Narendra Modi: বাংলা থেকে মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার, ২ জনেই হলেন প্রতিমন্ত্রী | ABP Ananda LIVE
বাংলা থেকে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দু-জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদি সরকারেও ক্যাবিনেট মন্ত্রী-বিহীন বাংলা। ২০১৯-এর লোকসভা ভোটে, বাংলা থেকে রেকর্ড ১৮টি আসনে জিতলেও, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল সেই ২ জনকেই। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। পরে, এই দুজনকে সরিয়ে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকারকে মন্ত্রী করা হয়। কিন্তু, সবাই প্রতিমন্ত্রী। এবারও প্রতিমন্ত্রী, এবং সংখ্যা সেই দুই। এতেই প্রমাণ হচ্ছে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা। প্রতিবার কেন এই দুটি করে গোরুর গাড়ির হেডলাইট? বাংলাকে তুচ্ছতাচ্ছিল্য করে বিজেপি, আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ভবিষ্যতে বাংলার জন্য ভাল কিছু অপেক্ষা করছে. জবাব বিজেপির।
বাংলা পেল দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মন্ত্রী হচ্ছেন সুকান্ত, কে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি ? কী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর?
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। ফলে, বিজেপির 'এক ব্যক্তি এক পদ নীতি মেনে, তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। সুকান্ত মজুমদারের জায়গায়, কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এনিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।