UGC NET Scam: NDA শাসিত বিহারে সিবিআইয়ের ওপর হামলা | অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনেই ঝড়ের পূর্বাভাস | ABP Ananda LIVE
এবার এনডিএ শাসিত বিহারে সিবিআইয়ের ওপর হামলা। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা। নকল সিবিআইয়ের গুজব রটিয়ে হামলা। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০ থেকে ৩০০ জনের। বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা। দুর্নীতি ঢাকতে বার বার এজেন্সির ওপর হামলা? সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি, দাবি বিহার পুলিশের।
অবশেষে NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্ত শুরু করল CBI. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু হল তদন্ত। IPC ৪২০ ও ১২০ (বি) ধারায় মামলা রুজু করছে CBI. পাটনা ও গোধরায় পাঠানো হয়েছে স্পেশাল টিম। 'কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে', CBI-কে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক, খবর সূত্রের। খতিয়ে দেখতে হবে পরীক্ষা পরিচালনা ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও।
অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস। NEET, NET ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের ছক কষছে ইন্ডিয়া জোট। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণের ছক। পাল্টা কৌশল ঠিক করতে গতকাল গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি।