Kamduni Incident: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ABP Ananda LIVE: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের(tumpa koyal) স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউটাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ । হাতিশালার তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করিনি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
চলতি বছরের লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পুর পরিষেবা নিয়ে এদিন বৈঠক করে জোর নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে পুর-পরিষেবা নিয়ে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। করলেন তীব্র ভর্ৎসনা। 'রথীন চক্রবর্তী হাওড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। একটা গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে। পুর পরিষেবা নিয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিষেবা নিয়ে এদিন বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহেরপুর, ঝালদা বাদে রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয় পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। পুর পরিষেবায় কোথায় ঘাটতি, আলোচনা হয় বৈঠকে।