(Source: ECI/ABP News/ABP Majha)
SSC Scam Verdict: হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত বহাল
West Bengal News: ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ না দিলেও, অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে CBI-তদন্তের উপর সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের ২৬৯ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছিল, এটা চমকে দেওয়ার মতো যে, জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। রায়ের কপির ২৭৩ এবং ২৭৪ নম্বর পৃষ্ঠায় নির্দেশের অংশে বিচারপতিরা বলেছিলেন, অতিরিক্ত শূন্য়পদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য় সরকারের কোন ব্য়ক্তিরা, তা নিয়ে CBI আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে CBI তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। এরপর গতকালের শুনানিতে রাজ্য সরকারের বক্তব্য ছিল, এই ধরনের নির্দেশের ফলে ভোটের মধ্যে যে কাউকে CBI গ্রেফতার করতে পারে। এই লোকসভা ভোটের মধ্যে কি সম্পূর্ণ মন্ত্রিসভা জেলে থাকবে? এরপর প্রধান বিচারপতি বলেন প্যানেলে নাম নেই, এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। এটা তো সমপূর্ণ জালিয়াতির অভিযোগ। তিনি প্রশ্ন করেন, মন্ত্রিসভা যখন জেনেছিল যে, বেআইনি নিয়োগ হয়েছে, তার পরেও কেন তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে গেল? তারপর আগামী সোমবার অবধি সিবিআই তদন্তের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ABP Ananda Live