WB Election 2021: কমিশনকে দিয়ে রোজ পুলিশ অফিসার বদলে লাভ নেই, জামানত জব্দ হবে, বিজেপিকে আক্রমণ মমতার
নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দিল নির্বাচন কমিশন। চিঠিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে। বলা হয়েছে, মক ড্রিল শুরু হয় ভোর সাড়ে ৫টায়, সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চিঠিতে সিসি ক্যামেরার ফুটেজের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের দাবি, ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনও কারচুপি হয়নি।
কমিশনকে দিয়ে রোজ পুলিশ অফিসার বদলে লাভ নেই। জামানত জব্দ হবে। বিজেপিকে চড়া সুরে নিশানা মমতার।
পতাকা লাগানোকে কেন্দ্র করে বারাসাতের ছোট জাগুলিয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কর্মীরা ওই এলাকায় আইএসএফের পতাকা খুলে দেয়। বাড়িতে গিয়ে এক আইএসএফ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। হামলার যোগ অস্বীকার করেছে তৃণমূল।






























