Amit Shah: ফের বাংলায় আসছেন অমিত শাহ, রবিবার একাধিক কর্মসূচি | ABP Ananda LIVE
BJP News: ফের বাংলায় আসছেন অমিত শাহ, রবিবার একাধিক কর্মসূচি। ২৭ অক্টোবর: সকাল ১১টায় EZCC-তে সাংগঠনিক বৈঠক। তারপরেই কল্যাণী, আরামবাগে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় যাবেন অমিত শাহ: সূত্র। তারপরেই আরামবাগের সমবায় মন্ত্রকের একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ: সূত্র। শনিবার রাতে, কিংবা রবিবার সকালে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
আরও খবর..
বঙ্গোপসাগরে দানা বাঁধল ঘূর্ণিঝড় ‘দানা’। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান সাগর দ্বীপ থেকে ৬৩০ কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভোরেই এক পশলা বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা, ঝড় আসার আগে সতর্ক প্রশাসন। সাইক্লোন-শঙ্কায় পুরীতে হাই অ্যালার্ট। পর্যটকদের সৈকত শহর ছাড়তে বলল প্রশাসন। ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত বহু দূরপাল্লার ট্রেন বাতিল। ঘূর্ণিঝড় দানার আতঙ্কে পুরী ছাড়ার হিড়িক পর্যটকদের মধ্যে। সময়ের আগেই হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকে। ২৩ থেকে ২৫ তারিখ ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। পুরীর সমুদ্র সৈকতের আশপাশে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা থাকেন তাঁদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। ABP Ananda live