Chak Bhanga Chata LIVE: BLO-কে হুমকির অভিযোগ। সন্দেশখালির ন্যাজাটে গ্রেফতার BLA তৃণমূল কর্মী
ABP Ananda LIVE : BLO-কে হুমকির অভিযোগ। সন্দেশখালির ন্যাজাটে গ্রেফতার BLA তৃণমূল কর্মী। ভোটারের নাম কাটা যাওয়ার আশঙ্কায় হুমকি। বিএলও-র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। SIR-এর কাজে বেরিয়ে অসুস্থ কাটোয়ার ১৪৭ নম্বর বুথের BLO শুকদেব দাস। কাজের চাপে অসুস্থ BLO, দাবি পরিবারের। মছলন্দপুর অসুস্থ BLO।
বিহারের পর টার্গেট বাংলা | ভিনরাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপির রণকৌশল
বিহারের পর টার্গেট বাংলা, ছাব্বিশের লক্ষ্যে নতুন টিম বিজেপি। ভিনরাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপির রণকৌশল । 'রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তীসগঢ়ের পবন সাই, সঙ্গে উত্তরাখণ্ডের মন্ত্রী ধনসিংহ রাওয়াত'। 'হাওড়া-হুগলি-মেদিনীপুরের দায়িত্বে দিল্লির নেতা পবন রানা'। হাওড়া-হুগলিতে পবন রানার সঙ্গে দায়িত্ব হরিয়ানার সঞ্জয় ভাটিয়াকে: সূত্র। 'কলকাতা, দঃ ২৪ পরগনার দায়িত্বে হিমাচলের এম সিদ্ধার্থন, সঙ্গে কর্নাটকের সি টি রবি'। 'নবদ্বীপ, উঃ ২৪ পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর, সঙ্গে উত্তরপ্রদেশের সুরেশ রানা'। 'উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচলের অনন্তনারায়ণ মিশ্র'। শিলিগুড়িতে অনন্তনারায়ণ মিশ্রের সঙ্গে বাড়তি দায়িত্বে কর্নাটকের অরুণ বিন্নাডি'। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধরিকেও বাংলার জন্য বাড়তি দায়িত্ব: সূত্র । আগামী ৫ মাস বাংলায় থেকেই ভিন রাজ্যের নেতাদের কাজ করার নির্দেশ: সূত্র।
All Shows






























