Chhok Bhanga 6Ta: ভবানীভবনের গেটের সামনে বিজেপির প্রতিনিধি দল, DGP ঘরছাড়াদের সঙ্গে কথা বলুন, দাবি বিজেপির
ABP Ananda Live: মালদার বৈষ্ণবনগরের ত্রাণশিবিরি থেকে মুর্শিদাবাদের যেসব আক্রান্ত এসেছেন তাঁদের নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রয়েছেন সুকান্ত মজুমদার-সহ অন্যরা। তাঁদের বক্তব্য, ডিজি আক্রান্তদের মুখ থেকেই তাঁদের অভিজ্ঞতার কথা শুনুন। তাঁদের অভিযোগ, ডিজি ঘটনাস্থলে যাননি। তিনি সেখানে গেলে এই পরিস্থিতি হত না। এই পরিস্থিতিত এদিন আক্রান্তদের মুখ থেকে সব কথা শোনানোর লক্ষ্যে ভবানীভবনের সামনে পৌঁছে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু, দীর্ঘক্ষণ ডিজির সঙ্গে তাঁদের দেখা না হওয়ায় গেটের সামনেই বসে পড়েন বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে অবস্থানে বসে রয়েছেন মুর্শিদাবাদের আক্রান্তরাও। ৪০ মিনিটের বেশি সময় ধরে সেখানে রয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যতক্ষণ না ডিজি এসে আক্রান্তদের কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তাঁরা নড়বেন না।
ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ,উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যে সংশোধিত ওয়াকফ আইন এনেছে, তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা দায়ের হয়েছে। বুধবার সেই নিয়ে প্রাথমিক শুনানি চলাকালীন একেবারে শেষ পর্বে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ ওঠে আদালতে। CJI তাতে বলেন, "ওয়াকফ নিয়ে এখনও পর্যন্ত যা যা হয়েছে, তার মধ্যে হিংসা নিয়েই সবচেয়ে বেশি উদ্বিগ্ন আমি। মামলাটি বিচারাধীন রয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই এই ধরনের ঘটনা ঠিক নয়।" (Supreme Court)
মুর্শিদাবাদের প্রসঙ্গ উঠলে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "অনেকে মনে করে হিংসা ছড়িয়ে চাপ সৃষ্টি করা যাবে।" এর পাল্টা অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল জানতে চান, "কারা চাপ তৈরি করছে?" সেই আবহে CJI খন্না বলেন, "আইনের ভাল দিকও আছে। সেগুলি সামনে আসা উচিত। আমরা সিদ্ধান্ত নেব।"






























