Chhok Bhanga Chota: আপাতত স্বস্তি চাকরিহারাদের, কী বলল সুপ্রিম কোর্ট?
SSC Case: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের। নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়সীমা। নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। '৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে'। '৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে'। 'গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনও নির্দেশ নেই'। 'আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত', মন্তব্য প্রধান বিচারপতির। 'এই নির্দেশের ফলে কেউ কোনও বিশেষ সুবিধা পাবেন না', জানাল সর্বোচ্চ আদালত। 'ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি'। 'এবছরেই সব সমাধান হয়ে যাবে'। 'মানুষের কাজে আমি ভুল করি না' 'আমাদের আবেদনে সাড়া দিয়েছে আদালত'। 'এটা একটা বড় স্বস্তির খবর'। 'শিক্ষকদের অনুরোধ মন দিয়ে ভালভাবে কাজ করুন' 'তাড়াহুড়ো করে প্ররোচনায় পা দেবেন না'। 'আইনের পথেই কাজ করতে হবে'। 'তাড়াহুড়ো করে কোনও সমস্যার সমাধান হয় না'। মন্তব্য মুখ্যমন্ত্রীর।






























