Chok Bhanga 6ta : কাল ফের নিম্নচাপের বৃষ্টি, শনিবারে ভারী বর্ষণের শঙ্কা! মোকাবিলায় তৈরি পুরসভা ?
ABP Ananda LIVE : কাল ফের নিম্নচাপের বৃষ্টি, শনিবারে ভারী বর্ষণের শঙ্কা । মোকাবিলায় তৈরি পুরসভা ? ফের দুর্যোগের ভ্রুকুটি, বেলা গড়াতেই কলকাতার একাংশে ফের শুরু বৃষ্টি। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি, তার জেরেই বৃষ্টিপাত। কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতাতে।
মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই ছিল। কিন্তু বেলা বাড়তেই কলকাতার বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি হচ্ছে আগের নিম্নচাপের প্রভাবে। ওই নিম্নচাপ এখন আগের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু তাতেও প্রভাবে রয়েছে। আর তার জেরেই আজ চলছে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দফতর। এই নতুন নিম্নচাপের জেরে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতায়।






























