WB News : অভিষেকের 'পোস্টে বাধা'র হুমকি।নভেম্বরের শেষে SSC-র ফলপ্রকাশের সম্ভাবনা। ABP Ananda
ABP Ananda LIVE : হুমকির যে সুর গতকাল বেঁধেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, সেই সুরকে আজ পানিহাটি থেকে সপ্তমে নিয়ে গেলেন তৃণমূল সাংসদ। আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতাদের একেবারে গাছে বেঁধে রাখার ফরমান জারি করলেন। নভেম্বরের গোড়ার দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা, তার আগে ফের আদালতের সতর্কবার্তা। এবং নজরে থাকবে কেন বিজেপি রাজ্য সভাপতির গলায় ফের মহাজোটের ডাক
আরও খবর...
SSC-র ফলের পরও 'দাগি'দের উপর নজর থাকবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
SSC-র ফলের পরও 'দাগি'দের উপর নজর থাকবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'কোনও দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা, নজর রাখা হবে'। 'সব দাগি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছে, পরীক্ষাও হয়েছে'। 'নভেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভবত SSC-র ফলপ্রকাশ'। 'রেজাল্টের পর সফলদের তালিকায় কেউ দাগি আছে কিনা জানাতে হবে', SSC মামলার শুনানিতে কয়েকজন মামলাকারীকে নির্দেশ সর্বোচ্চ আদালতের। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।






























