WB News: SIR নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ।কাটোয়ায় ভূতুড়ে ভোটার! শহরে উদ্ধার বিপুল পরিমাণ নগদ। Chok Bhanga 6ta
Chok Bhanga 6ta : অর্ধেকের বেশি ভোটার 'উধাও' কমিশনের তালিকায় চাঞ্চল্য কোচবিহারে।এসআইআর নিয়ে রাজনৈতিক তাল ঠোকাঠুকি ছিলই, এবার তার সঙ্গে যুক্ত হল এসআইআর আতঙ্কে চাঞ্চল্যকর অভিযোগ, যে তালিকায় নতুন সংযোজন ইলামবাজারের ঘটনা। ফের বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। আবার অন্যদিকে কাটোয়ায় ভূতুড়ে ভোটারের দাপাদাপির অভিযোগ তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। এই আলোচনায় আপনাদের সামনে রাখব ফের কলকাতা শহরে উদ্ধার বিপুল পরিমাণ নগদে, কেন তা নিয়ে তপ্ত রাজনীতি?
আরও খবর...
ফের শহরে টাকার পাহাড়, তারাতলায় ব্যবসায়ীর অফিসে ED-র হানায় বিপুল অঙ্কের টাকার হদিশ !
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে তারাতলায় ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ফের শহরে টাকার পাহাড়! প্রায় ৩ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার অফিসে মিলল বিপুল অঙ্কের টাকার হদিশ মিলেছে!তারাতলার অফিস ও বাড়ি মিলিয়ে উদ্ধার প্রায় ৩ কোটি টাকা। ইডি সূত্রে খবর, তারাতলায় ব্যবসায়ীর অফিসে তল্লাশিতে ইডির হাতে একাধিক চাঞ্চল্যকর নথি বেরিয়ে এসেছে। বাজেয়াপ্ত একাধিক নথি থেকে সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। রেডিয়েন্ট এন্টারপ্রাইজের অফিসে প্রায় ৩৬ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সংস্থার মালিক গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়া। অর্থ তছরুপের সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা, এমনটাই অনুমান ইডির তদন্তকারীদের। ইডি সূত্রে দাবি করা হয়েছে, নথির সঙ্গে বেশ কিছু প্রভাবশালীদের যোগসূত্র মিলেছে। কয়েক হাজার পাতার নথি অডিট করতে বিশেষ টিম গঠন ইডির।






























