Chokh Bhanga Chota: এসএসসির তালিকায় বাড়ল দাগির সংখ্যা। দাগি তালিকায় একধিক শাসক নেতানেত্রী
Chokh Bhanga Chota: এসএসসির তালিকায় বাড়ল দাগির সংখ্যা। রাতে এসএসসির নতুন তালিকায় যোগ হল আরও দু'জনের নাম। ১,৮০৪ থেকে বেড়ে মোট দাগির সংখ্যা ১,৮০৬। দু'জন বাড়ল দাগির সংখ্যা। এসএসসির নতুন তালিকায় জুড়ল চোপড়ার তৃণমূল বিধায়কের মেয়ে রোশেনারা বেগমের নাম। প্রথম দাগি তালিকা থেকে কেন বাদ? উঠছে প্রশ্ন। SSC-র দাগি তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ১২৬৯ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া বিধায়কের।SSC-র দাগি তালিকায় রাজারহাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতির স্বামীর নাম। দাগি তালিকায় শাসক নেতা ও ঘনিষ্ঠদের ভিড়। তালিকায় বারাসাত ১ ব্লকের তৃণমূল নেতার ছেলে, উঃ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্যের নাম। SSC-র দাগি তালিকায় তৃণমূল নেতানেত্রী। পিংলার তৃণমূল নেতা অজয় মাজির নাম তালিকায়। রয়েছে খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতির স্ত্রী নমিতা আদকেরও নামও। প্রতিক্রিয়া দেননি কেউ।
All Shows






























