RG Kar on Spreme Court: সুপ্রিম কোর্টে ধাক্কা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে ধাক্কা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। ধৃত সন্দীপ ঘোষের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট। 'এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই মামলায় আপনি (সন্দীপ ঘোষ) হস্তক্ষেপের জায়গা নেই'। এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে আছে, মন্তব্য সুপ্রিম কোর্টের।' দুর্নীতি ও ধর্ষণ-খুনের মধ্যে সম্পরেক আছে কিনা খতিয়ে দেখবে সিবিআই'। আখতার আলির মামলায় এই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের।
৯ সেপ্টেম্বর, সোমবার আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন, ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক। 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ৮ সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানে রাত দখলের পর এবার ভোর দখলের ডাক। ৯ সেপ্টেম্বর, সোমবার, আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির দিন ভোর দখলের ডাক। ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি।