SSC News: শিক্ষকরা রক্তাক্ত! ধর্মতলা-শিয়ালদা থেকে সল্টলেক--টেনে হিঁচড়ে শতাধিক গ্রেফতার
ABP Ananda Live: হকের চাকরি ফেরত চেয়ে ফের শিক্ষকরা রক্তাক্ত! ধর্মতলা-শিয়ালদা থেকে সল্টলেক--টেনে হিঁচড়ে শতাধিক গ্রেফতার। ধর্মতলায় ধুন্ধুমার। পুলিশের ধাক্কায় মাটিতে শিক্ষিকা, ঝরল রক্ত। জমায়েতে নজর। অতিসক্রিয় পুলিশ। যাত্রী সেজে নেই তো কোনও আন্দোলনকারী? আটক নিত্যযাত্রীও। চাকরিহারা শিক্ষকদের মিছিল শিয়ালদা থেকে। নিরাপত্তায় জোর বিকাশভবনে। মোতায়েন RAF, সঙ্গে পুলিশ। ১৫ মে-র মতো গন্ডগোল এড়াতে পদক্ষেপ, খবর পুলিশ সূত্রে।
মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ
প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে মধ্যমগ্রাম এবং সোদপুর অটো রুটের ইউনিয়নের গন্ডগোল তার জেরে মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ। অভিযোগ, মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে অটো স্ট্যান্ডের অটোচালকরা সোদপুর থেকে আসা অটো গুলোকে দাঁড়াতে দিচ্ছেন না। শুধু সোদপুর থেকে আসা অটো গুলোর পাসেঞ্জারদেরকে মধ্যমগ্রামের বাদামতলা এবং সাজিরহাটের নামিয়ে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে ২ রুটেরই অটো চলাচল বন্ধ।
বাঁশের ডুলিতে করে অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতাল রওনা
বেহাল রাস্তা, এবার ডুলিতে রোগী! নারায়ণগড়ের পর এবার দাসপুর। বাঁশের ডুলিতে করে অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতাল রওনা। ডুলিতে রোগী, ভাইরাল ছবি সোশাল মিডিয়ায়। বছরের পর বছর ধরে খারাপ রাস্তা, কঙ্কালসার রাস্তায় ঢোকে না অ্যাম্বুল্যান্স। দীর্ঘদিন রাস্তা খারাপ, অভিযোগ গ্রামবাসীদের।






























