এক ডজন গল্প: তৃতীয় দফায় BJP-র আরও ৪ প্রার্থীর নাম ঘোষণা
তৃতীয় দফায় বিজেপির (BJP) আরও চার প্রার্থীর নাম ঘোষণা। বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল। ফলতায় বিজেপি প্রার্থী বিধান পারুই। উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি পার্থী পাপিয়া অধিকারী। জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। বিজেপির পাশাপাশি ১০টি আসনে বাম ফ্রন্টেরও প্রার্থী তালিকা প্রকাশিত হল। ধূপগুড়ি থেকে প্রার্থী হয়েছে প্রদীপ কুমার রায়, ময়নাগুড়ির প্রার্থী নরেশ চন্দ্র রায়, দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন গৌতমরাজ রাই, কার্শিয়ং থেকে প্রার্থী উত্তম শর্মা, সামশেরগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন মোদাসসার হোসেন, হরিণঘাটার প্রার্থী অলকেশ দাস, বনগাঁ উত্তরের প্রার্থী পীযূষ কান্তি সাহা, বনগাঁ দক্ষিণের প্রার্থী তাপস কুমার বিশ্বাস, উলুবেড়িয়া উত্তরের প্রার্থী অশোক দলুই, মন্তেশ্বরের প্রার্থী অনুপম ঘোষ, কালচিনির প্রার্থী অভিজিৎ নার্জিনারি, ফলতার প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা।