এক ডজন গল্প: 'তৃণমূলের যোগ নেই' বাবু মাস্টারের উপর হামলা প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক
উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার ঘটনা ঘটল। বসিরহাটে সভা সেরে ফেরার সময় গুলি, বোমা নিয়ে হামলা চালানো হল। বিজেপি নেতার গাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি, বোমা। কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বাবু মাস্টার। মিনাখাঁর লাউহাটি ফাঁড়ির কাছে গাড়ি ঘিরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় অ্যাপোলো হাসপাতালে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা বাবু মাস্টার। ‘হামলা হয়েছে, কীভাবে হামলা, খতিয়ে দেখা হচ্ছে’,বিজেপি নেতার উপর হামলা নিয়ে প্রতিক্রিয়া পুলিশের। গত ১৮ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছাড়েন বাবু মাস্টার। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন বাবু মাস্টার। বাসন্তী হাইওয়েতে স্পিডব্রেকারে গাড়ি থামতেই হামলা চালানো হয়। বিজেপি নেতা বাবু মাস্টারের মাথায় বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে বলে খবর। বিজেপি নেতার গাড়ির বাঁ দিক দিয়ে দুষ্কৃতী হামলা চালানো হয় বলে জানা গেছে। বিজেপিতে যোগের পরেই এলাকায় থাকছিলেন না বাবু মাস্টার। বোমার আঘাতেই জখম বাবু মাস্টার, জানিয়েছেন পুলিশ সুপার।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)