এক ডজন গল্প: পুজোর আগে প্রাথমিকে সাড়ে ২৪ হাজার, পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মমতার
বড়বাজার থানা এলাকার প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন নেভাতে কাটা হল দোকানের শাটার। নেতাজি সুভাষ রোর্ডের প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে।
আলাপন বন্দ্য়োপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) চিঠি দিল কেন্দ্র। আলাপনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের। আলাপন বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেজর পেনাল্টি প্রসেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ দিনের মধ্যে আলাপনের জবাব তলব করেছে কেন্দ্র। চাইলে সামনাসামনি উত্তর দিতে পারেন। যদি উত্তর না দেন, তাহলে আলাপনকে না জানিয়েই যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "কেন্দ্রীয় সরকার কী পরিমাণ নিষ্ঠুর ও অমানবিক তা এই সিদ্ধান্তে স্পষ্ট হচ্ছে। আলাপনের সদ্য মাতৃবিয়োগ হয়েছে। কিছু দিন আগে ওঁর ভাই মারা গিয়েছেন। এই সময় কড়া চিঠি দেওয়া হল। আলাপন বন্দ্য়োপাধ্যায় দিল্লিতে না গিয়ে সরাসরি অবসর নিয়ে নিয়েছেন। পেনশন বা গ্র্যাচুরিটি নিয়ে টানাটানি করতে পারে। এইরকম মনোভাব দেখানোর অর্থ ভয় দেখানো। বাংলার মানুষ একজন সৎ, ভাল অফিসারের এই অপমান সহ্য করবে না। এর যোগ্য জবাব কেন্দ্রীয় সরকার পাবে।"
আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। কারও কাছে লবি করার প্রয়োজন নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ আটকে ছিল।" এর পাশাপাশি তিনি আরও বলেন, "২৬ তারিখ বান হবে, তার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু জায়গায় ডিভিসি জল ছাড়ছে। মালদায় পরপর মৃতদেহ উত্তরপ্রদেশ থেকে নদীতে ভেসে এসেছে। বাংলায় করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। এখন সংক্রমণ ৪ শতাংশের মতো, ভোটের সময় ৩২ শতাংশ হয়েছিল। ২১ তারিখ থেকে আরও ১৭ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। তৃতীয় ঢেউয়ের জন্য বাচ্চাদের আরও সতর্ক রাখতে হবে।"