এক ডজন গল্প: মেয়র পদে ফিরহাদ, আগের মতোই স্বাস্থ্যবিভাগ সামলাবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ | Bangla News
‘কলকাতা পুরভোটে যা হয়েছে এখানে তা হবে না, তৃণমূল মার দিয়ে ভয় দেখিয়ে আটকাবে ভাবলে পাল্টা মার হবে। তৃণমূল আমাদের মারলে পাল্টা মার হবে’, আসানসোলে হুঁশিয়ারি বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। পাল্টা আসানসোলের তৃণমূল নেতা বলেন, "বিজেপির কোন নেতা-নেত্রী কী বলল, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই।"
এদিকে, মেয়রের পাশাপাশি শপথ নিলেন তাঁর পারিষদরাও। আগের মতোই স্বাস্থ্যবিভাগ সামলাবেন অতীন ঘোষ (Atin Ghosh)। নিকাশি দেখবেন তারক সিনহা। নতুন মেয়র পারিষদ হিসেবে দায়িত্ব নিলেন চারজন।
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) এক বেসরকারি কারখানার শ্রমিকদের একাংশের বিক্ষোভের মুখে আইএনটিটিইউসি-র (INTTUC) জেলা সভাপতি। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেননি ওই নেতা। এই নিয়েই শুরু হয়েছে তরজা।
এদিকে, করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) সংক্রমণের আবহে আগামী ১ জানুয়ারি বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মন্দির (Dakshineswar Temple) কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্দির বন্ধ থাকলেও ওই দিন রীতি-নীতি মেনেই হবে পূজার্চনা।