Corona Vaccine: আলোচনা করে কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান বাড়ানো হয়নি, দাবি কেন্দ্রীয় প্যানেলের সদস্যের, আরও খবর
তথ্য জানার অধিকার আইনের নথি পোস্ট করে ট্যুইট। কোভ্যাকসিনে বাছুরের রক্তরস ব্যবহারের দাবি ঘিরে বিতর্ক। যা নিয়ে কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ করেছে বিজেপি।
আলোচনা করে কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান বাড়ানো হয়নি, দাবি করোনা মোকাবিলায় কেন্দ্রীয় প্যানেলের সদস্য এন কে অরোরার। টিকাকরণ নিয়ে ফের মোদি সরকারকে নিশানা রাহুল গাঁধীর। পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
কয়লা পাচারকাণ্ড নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কি কথা বলেছেন রাজ্যপাল? প্রহ্লাদ জোশির সঙ্গে জগদীপ ধনকড়ের বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল। তাঁর সফরের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সরব বামেরাও।
বাংলা থেকে সেলের কাঁচামাল বিভাগের হেড কোয়ার্টার সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এমনটা হলে কাজ হারাবেন অনেকে। আশঙ্কা অর্থমন্ত্রীর। আর এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা।
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, জন্মদিনেই জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদে মানিকতলা থানার পুলিশের একডজন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।
বিজেপি করায় হুমকি দেওয়ার অভিযোগ। চুঁচুড়ার প্রতাপপুরে আতঙ্কিত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের আশ্বাসে কিছুটা স্বস্তিতে বিজেপি কর্মীর পরিবার। এই ঘটনাকে তৃণমূলের নাটক বলে কটাক্ষ বিজেপি নেতৃত্বের।
চলে গেলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে।