এক ডজন গল্প: ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে আজ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি | Bangla News
ইউক্রেনের রুশ আগ্রাসন নিয়ে আজ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি। রাত ১টায় রাশিয়া-ইউক্রেন নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। এই ভোটাভুটিতে অংশ নিচ্ছে ভারত-সহ মোট ১৫টি দেশ। কোন দেশ কার পক্ষে? চূড়ান্ত খসড়া দেখে রাশিয়া-ইউক্রেন নিয়ে অবস্থান, এমনই খবর বিদেশমন্ত্রক সূত্রে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রাশিয়া। পরিস্থিতি ভয়ঙ্কর। এই যুদ্ধের মারাত্মক প্রভাব ভারতের (India) সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর পড়তে পারে বলে প্রবল আশঙ্কা। হু হু করে দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের। দাম বাড়তে পারে রান্নার গ্যাসেরও। কারণ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া।
ছবির মতো সুন্দর দেশ ইউক্রেনে (Ukraine) যুদ্ধের ক্ষত। পর পর আছড়ে পড়ছে রুশ মিসাইল। আকাশ থেকে নেমে আসছে আগুনের গোলা। বলিউডের একাধিক ছবির শ্যুটিংও হয়েছে এই ইউক্রেনে। শুধু সৌন্দর্য্যের টানেই এতদিন প্রতি বছর ইউক্রেনে ছুটে যেতেন অসংখ্য পর্যটক। রামচরণ তেজা, আলিয়া ভাট, জুনিয়র NTR অভিনীত RRR থেকে শুরু করে সলমন খান-ক্যাটরিনা কাইফের টাইগার 3। আর সেখানেই এখন ভয়ঙ্কর পরিস্থিতি।