West Bengal BJP: ভুয়ো ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ, শনিবার রাজ্য দফতর থেকে নবান্ন পর্যন্ত বিজেপির শ্রমিক সংগঠনের মিছিল
দেবাঞ্জনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার ভুরিভুরি অভিযোগ। দুই ব্যবসায়ীর সঙ্গে কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ। বেহালার এক ব্যবসায়ীর সঙ্গে ১০ লক্ষ টাকা প্রতারণা। অপর এক ব্যবসায়ীর সঙ্গে ৯০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রচুর মাস্ক, স্যানিটাইজার, ১ হাজার পালস অক্সিমিটার কিনেছিলেন দেবাঞ্জন। দুই ব্যবসায়ীর থেকে নেওয়া সেই সব সামগ্রীর মেটাননি টাকা। কলকাতা পুরসভার কমিউনিটি হল তৈরির নামেও প্রতারণার অভিযোগ। পুরসভার কমিউনিটি হল তৈরির নামে ৩৬ লক্ষ টাকা প্রতারণা। কমিউনিটি হল তৈরির বরাত পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের তিনটি অ্যাকাউন্টের হদিশ। নিজের নামে একটি, পুরসভার নামে একটি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ। আইসিআইসিআই ব্যাঙ্কে মিলেছে কারেন্ট অ্যাকাউন্টের হদিশ। দেবাঞ্জনের অফিস থেকে পাওয়া গিয়েছে পুরসভার প্রচুর প্যাড।
পাশাপাশি ভুয়ো নিয়োগের একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে। কলকাতা পুরসভার (KMC) ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ সুস্মিতা বন্দ্যোপাধ্যায় (Susmita Banerjee) নামে এক মহিলাকে। সিটি কলেজের টিকাকরণ শিবিরেও দেবাঞ্জনের সঙ্গেই ছিলেন তিনি। তাঁর দাবি, গ্রেফতারির আগে পর্যন্ত দেবাঞ্জনের জালিয়াতি সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি।
ভুয়ো ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে কাল মিছিল। নবান্ন পর্যন্ত মিছিলের ডাক বিজেপির শ্রমিক সংগঠনের। বিজেপির রাজ্য দফতর থেকে নবান্ন পর্যন্ত মিছিলের ডাক।
ভোট পরবর্তী হিংসার অভিযোগে মুরলীধর সেন লেনে বিজেপির মহিলা-যুব মোর্চার মিছিল। পুলিশ বাধা দিলে রাস্তাতেই প্ল্যাকার্ড হাতে বসে পড়েন বিক্ষোভকারীরা। চলে প্রতিবাদ কর্মসূচি।
করোনা (Corona) মুক্ত হয়েও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় ? সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের (Paroma Banerjee) বক্তব্য তৈরি করল নতুন আশঙ্কা। “কয়েক সপ্তাহ আগে জ্বর হয়, দু’মাস আগেই করোনা মুক্তি। শুক্রবার থেকে বাঁ চোখ ঝাপসা”, নিজের অবস্থার কথা জানালেন পরমা। “করোনা ফুসফুসকে (Lungs) সংক্রমিত করে, দৃষ্টিশক্তি ক্ষীণ (Vision) হয় কি না পরীক্ষার পর বোঝা যাবে। চোখের এই সমস্যা, আমি ওনাকেই প্রথম দেখলাম। আশা করছি চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে”, জানালেন চিকিৎসক মনীশ গঙ্গোপাধ্যায়।