Kolkata : কলকাতার ২৩ টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন করার প্রস্তাব পুরসভার। Bangla News
গোসাবায় নতুন করে বাঘের আতঙ্ক। কুমীরমারিতে বনদফতরের কর্মীর বাড়ির পাশেই দেখা গেল বাঘ। গ্রামের মধ্য়ে বাঘটি ঢুকে পড়ে বলে দাবি বন দফতরের। ৪ নম্বর মিত্রবাড়ির জঙ্গলে সকালে বাঘ দেখা গিয়েছিল। তবে সকালের বাঘ আর এই বাঘ আলাদা বলে দাবি বনকর্মীদের। ইতিমধ্য়েই স্পিড বোটে কুমীরমারির দিকে রওনা হয়েছেন বনকর্মীরা। এই নিয়ে কী বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? এর আগে মিত্রবাড়ির জঙ্গলে বাঘ দেখা যায় সকালে। এক বনকর্মী জখমও হন, সেই বাঘের হানায়।
নতুন বছরের শুরুতেই গোসাবার আরও একটি গ্রামে বাঘের আতঙ্ক। বাঘের হানায় আক্রান্ত বন দফতরের আধিকারিক। তাঁর মুখে ও পায়ে আঘাত লাগে। বন দফতর সূত্রে খবর, এদিন অভিযান সময় আচমকা হামলা চালায় রয়্যাল বেঙ্গল। বন দফতরের আধিকারিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল চরঘেরি গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আজ সকালে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে ঢুকল বাঘ। এদিন স্থানীয় মত্স্যজীবীরা সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর মিত্রবাড়ি জঙ্গলের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। চরঘেরি গ্রামের জঙ্গলের দিকটি জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও জায়গা বদল করেছে রয়্যাল বেঙ্গল। ফলে আশপাশের এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক।
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম মৎস্যজীবীর মৃত্যু। বাঘাযতীনের একটি নার্সিংহোমে মৃত্যু ওই মৎস্যজীবীর। ভোর ৪টে নাগাদ ওই ব্যক্তিকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সকাল থেকেই অচৈতন্য অবস্থায় ছিলেন ওই মৎস্যজীবী। সন্ধের পর অবস্থার অবনতি হয়।
চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালেও এবার করোনার থাবা। করোনা আক্রান্ত হাসপাতালের ২ অ্যাসিস্ট্যান্ট সুপার সহ ২১ জন। করোনা আক্রান্ত ১৭ জন জুনিয়র ডাক্তার ও ২ মেডিক্যাল অফিসার। এই হাসপাতালে শিশু ও মহিলাদের চিকিৎসা করা হয়। আরও ৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতার ৭ টি বরো এলাকায় যার প্রভাব সব থেকে বেশি। এই পরিস্থিতিতে কলকাতার ২৩ টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন করার প্রস্তাব দিল কলকাতা পুরসভা।
বাবা রাশিদ খানের কাছে সঙ্গীতের নাড়া বাঁধলেন পুত্র আরমান খান। আজ আরমানের ১৮ বছরের জন্মদিনে গুরু শিষ্য হলেন রাশিদ ও আরমান।