Scam : নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট, সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খুলছে
এখন থেকে নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট। ‘গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সবেতেই তদন্ত করবে সিবিআইয়ের সিট। সিটের তত্ত্বাবধানে থাকবেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল’।‘পর্যবেক্ষণের জন্য থাকবেন কলকাতার দুর্নীতি দমন শাখার প্রধান রাজীব মিশ্র’,‘আরও ৬ জন আধিকারিক থাকছেন সিবিআইয়ের সিট-এ’। জানাল কলকাতা হাইকোর্ট। সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে স্কুল খুলছে শহরে। সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত, এবিপি আনন্দকে জানালেন কলকাতার বিশপ।
সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে স্কুল খুলছে শহরে। সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত, এবিপি আনন্দকে জানালেন কলকাতার বিশপ।