Ekhon Kolkata: গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব। Bangla News
গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling) দেবকে (Dev) সিবিআই (CBI) তলব। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ। গরুপাচারকাণ্ডে তৃণমূল (TMC) সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস। সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে আসার দাবি সিবিআইয়ের, খবর সূত্রের।
মনোনয়নে মমতার (Mamata Banerjee) নির্দেশ অমান্য, দক্ষিণ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল। অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) সরিয়ে সমন্বয়ের দায়িত্বে কুণাল ঘোষ (Kunal Ghosh), সওকত মোল্লা। দক্ষিণ ২৪ পরগনায় পুরভোটে অভিষেক-ঘনিষ্ঠ নেতাদেরই দায়িত্ব। নেত্রীর নির্দেশ কীভাবে উপেক্ষা? জেলা থেকে রিপোর্ট তলব, খবর সূত্রের। নির্দেশ উপেক্ষা করেই বজবজ, ডায়মন্ড হারবারে প্রথম তালিকাকে স্বীকৃতি। মমতার সঙ্গে আলোচনার পরে দক্ষিণ ২৪ পরগনায় কোঅর্ডিনেটর বদল, খবর সূত্রের। ‘অফিসিয়াল তালিকা উপেক্ষা করে মনোনয়ন, নির্দলদের কড়া বার্তা’। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা, তারপরে ব্যবস্থা, খবর তৃণমূল সূত্রে।