Ekhon Kolkata (Seg-1): ইস্তফা বিপ্লব দেবের, ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহা। Bangla News
ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা। মানিক সাহা ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি। মানিক সাহার নামেই সিলমোহর বিজেপি নেতৃত্বের।
হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা। ত্রিপুরার রাজ্যপালের কাছে বিপ্লব দেবের ইস্তফাপত্র। হঠাৎ কেন বিপ্লব দেবের ইস্তফা? রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিধানসভা ভোটের আগের বছরই হঠাৎ বিপ্লব দেবের ইস্তফা। ৯ মার্চ, ২০১৮: প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব দেবের ইস্তফা। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই রাজ্যপালের কাছে বিপ্লব দেবের ইস্তফা।
“একটা রাজনৈতিক দল যেটাকে ত্রিপুরাবাসী অতীতে গ্রহন করেছিল, পরীক্ষা করেছিল এবং পরে প্রত্যাখ্যান করেছে ফিরে আসার কোন সম্ভাবনা সেই দলের নেই। আর একটি দল তৃণমূল কংগ্রেস যেই দলটি কংগ্রেসের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। যেই দলটির গর্ভে জন্মগ্রহণ করেছেন সেটি সম্পূর্ণ পরিবারতান্ত্রিক। যে দলও তৈরি হয়েছে সেটি ব্যক্তিতান্ত্রিক। সুতরাং তাদের পক্ষে বিজেপির কর্মপদ্ধতি জানা সম্ভব না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। বিপ্লব দেবকে সাংগঠনিক কাজে লাগানো হবে’। মন্তব্য শমীক ভট্টাচার্যের।