এখন কলকাতা (Seg 1): রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের একের পর এক শহর | Bangla News
ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। খারকিভ, কিভের পর এবার ইরপিনে হামলা রুশ সেনার। রুশ হামলায় আহত ইউক্রেনের এক সেনা। হামলায় আহত হয়েছেন এক সাংবাদিকও।
এদিকে, ১১ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের মারিউপোলে অব্যাহত গোলাবর্ষণ। হাসপাতালে ভিড় আহতদের। অন্যদিকে, গোলাবর্ষণে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর।
ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে (NATO) সতর্ক করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্রের খবর, মস্কোর আশঙ্কা, অ্যান্টি-এরিয়াল স্ট্রিঙ্গার মিসাইলের মতো যুদ্ধাস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছতে পারে। য়ার ফলে ভবিষ্যতে আকাশপথে জঙ্গি হামলার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি, ৮ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিতে চলেছে রুশ বিমান সংস্থা এয়ারোফ্লোট।
ইউক্রেনের সুমিতে আটকে ভারতীয় পড়ুয়া অনিমা আহমেদ। মিলছে না কোনও সাহায্য। শোনালেন দুঃসহ অভিজ্ঞতার কথা।
ওয়ার জোনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ইউক্রেন (Ukraine) লাগোয়া বিভিন্ন দেশে কন্ট্রোল রুম করেছে ভারত। কীভাবে চলছে অপারেশন গঙ্গা। কীভাবে চলছে উদ্ধারকাজ?