এখন কলকাতা (Seg 1): পানিহাটিতে প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে TMC কাউন্সিলর খুন, তদন্তে স্থানীয় পুলিশে আস্থা রাখতে নারাজ স্ত্রী | Bangla News
পানিহাটিতে (Panihati) প্রকাশ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তৃণমূল কাউন্সিলর খুন। স্থানীয় পুলিশ নয়, সিবিআই কিংবা সিআইডি তদন্ত চান স্ত্রী। সুপারি কিলার গ্রেফতার, মূল চক্রীকে গ্রেফতারের দাবি পরিবারের। হোগলার বনে আগুন লাগিয়ে সুপারি কিলার গ্রেফতার। জমি জবরদখলের প্রতিবাদ করায় টার্গেট, দাবি তৃণমূল (TMC) নেতৃত্বের। চেয়ারম্যানের পদ নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুন, পাল্টা দাবি বিজেপির (BJP)।
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে খুনের ঘটনায় গ্রেফতার শ্যুটার। ধৃতের নাম অমিত ওরফে শম্ভু পণ্ডিত। ধৃতের ১০দিনের পুলিশ হেফাজত। আটক আরও ২। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর প্রায় ২০০ মিটার দূরে আগরপাড়ায় একটি ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল ওই দুষ্কৃতী। স্থানীয়রা টের পেয়ে ঝোপে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে আসার পর দুষ্কৃতীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে খড়দা থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট ও সিমকার্ড ছাড়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে কি খুনের পর ট্রেনে চড়ে পালানোর পরিকল্পনা ছিল আততায়ীর? খতিয়ে দেখা হচ্ছে। খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। এই ঘটনায় বিটি রোড অবরোধ করে তৃণমূল। প্রায় আধঘণ্টা পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) পকেটমারির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। ‘পকেটমারি নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল। সেই পকেটমারির সঙ্গে অভিনেত্রী যুক্ত কিনা খতিয়ে দেখতে হবে’, বিধাননগর মহকুমা আদালতে জানাল পুলিশ। তদন্ত নিয়ে রবিবার আদালতের প্রশ্নের মুখে পড়ে পুলিশ। আজ আদালতের কাছে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন। প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি নিতে আবেদন জানায় পুলিশ। কাল নেওয়া হবে প্রত্যক্ষদর্শীর গোপন জবানবন্দি। আজ আদালতে জামিনের আবেদন জানান রূপা দত্তের আইনজীবী। ‘এখনই জামিন পেলে সাক্ষীর ওপর প্রভাব খাটাতে পারেন ধৃত’, আদালতে সওয়াল আইনজীবীর। ‘গৃহবন্দি রাখুন, কিন্তু জামিন দিন’, আদালতে দাবি রূপার আইনজীবীর। আবেদন খারিজ বিধাননগর মহকুমা আদালতের।