Ekhon Kolkata(Seg-2): বাবুলের শপথগ্রহণেও রাজ্য-রাজ্যপাল সংঘাত, আশাহত বালিগঞ্জের বিধায়ক| Bangla News
বিধায়ক হিসেবে বাবুলের শপথগ্রহণ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত। শপথগ্রহণ সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরত পাঠালেন রাজ্যপাল। ‘শপথগ্রহণ করাতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজ্যপাল’। ‘এব্যাপারে কোনও শর্তও দিতে পারেন না রাজ্যপাল’। শপথগ্রহণ-ফাইল নিয়ে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপালের কাছে এবার শপথগ্রহণের তারিখ দিয়ে ফাইল পাঠাচ্ছে রাজ্য, খবর সূত্রের। এর পরে রাজ্যপাল কী করেন, তার অপেক্ষায় রাজ্য সরকার।
বাবুলের শপথগ্রহণে রাজ্য-রাজ্যপাল সংঘাত। শপথগ্রহণের ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল। পরিষদীয় দফতরে ফেরত পাঠানো হল ফাইল। 'এটা আমি জানি যে ফাইল আটকে আছে। রাজ্যপাল সই করেননি। তবে কী কারণে, কী জটিলতা রয়েছে, সেটা জানি না। হলে ভালো হত। আমি আশাহত।' প্রতিক্রিয়া বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র।
'দেখুন রাজ্যপাল এটা সৌজন্য-শালীনতার বাইরে নিয়ে গিয়েছেন। একজন ভোটে জিতেছেন, বিধায়ক। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছেন। রাজ্যপাল কেন আটকাচ্ছেন? আসলে বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ ছিলেন। মাঝপথে মুখের উপর ইস্তফা দিয়ে তৃণমূলে এসেছেন। আর রাজ্যপাল তো বিজেপির এজেন্ট। তাই তাকে হেনস্থা করতে এমনটা করছেন রাজ্যপাল।' প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
সমস্ত শো
![Ekhon Kolkata : টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/51f23a91d332860be5cddac526409cee1670683858574170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)