(Source: Poll of Polls)
Ekhon Kolkata (Seg-2): অনলাইন পরীক্ষার দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, গেট আটকাল বিক্ষোভকারীরা।Bangla News
অনলাইনে পরীক্ষার দাবিতে সংস্কৃত কলেজে ভিসিকে ঘেরাও পড়ুয়াদের। বিক্ষোভকারীদের দাবি এর আগেও তাঁরা অনলাইন পরীক্ষার দাবি জানিয়েছিল, এবং মেইলও করা হয় তাঁর কোন উত্তর দেয় নি কলেজ কর্তৃপক্ষ। আংশিক অফলাইন পরীক্ষা নেওয়া হবে কর্তৃপক্ষ জানালেও সম্পূর্ণ অনলাইন পরীক্ষার দাবিতে অণড় বিক্ষোভকারীরা ।
অনলাইন পরীক্ষার দাবিতে ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীরা আটকে দিল দ্বিতীয় গেট। কোন পদ্ধতিতে পরীক্ষা? মত নিতে প্রিন্সিপালদের নিয়ে বৈঠক কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বৈঠক শুরুর আগেই রাস্তা আটকে চলছে বিক্ষোভ।
আজও গরুপাচার মামলায় সিবিআই-এর (CBI) তলব এড়ালেন অনুব্রত মণ্ডল। এই প্রসঙ্গে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ‘এড়িয়ে যাচ্ছেন চালাকি করে, দিদির পরামর্শ মেনে এড়িয়ে যাচ্ছেন। দিদি বুদ্ধি দিচ্ছেন হাসাপাতাল খোলা আছে এখানে চলে এসো। গরু পাচারকাণ্ডে আর তলবে যেতে হবে না। এটা বোঝাই যাচ্ছে গোটা সরকার জড়িত। বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেকে ধোওয়া তুলসি পাতা দেখাতে চান। কিন্তু আপনি সব কিছু জানেন আপনার সজ্ঞানে সব কিছু হয়েছে। মুখ্যমন্ত্রীর সব কাছের মানুষরাই সমস্ত দুর্নীতিতে জড়িত।'