এখন কলকাতা (Seg 2): এবার সিএএ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে 'ক্ষোভ'! | Bangla News
পুরভবনে জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগে করোনার থাবা। ২২জনের মধ্যে কেন্দ্রীয় পুরভবনের ১৪জন কর্মীই সংক্রমিত। কাল থেকে পুরসভার (KMC) ড্রপ বক্সে জমা দেওয়া যাবে আবেদন। ১৩ জানুয়ারি থেকে ফের নিয়মিত চালু হবে সার্টিফিকেট বিভাগ, জানা যাচ্ছে সূত্র মারফত।
‘ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওমিক্রনে মৃদু সংক্রমণ হয়। বেশিরভাগ ক্ষেত্রে হোম আইসোলেশনই যথেষ্ট। খুব কম সংখ্যক ওমিক্রন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ৭০ গুণ বেশি। যাদের কোমর্বিডিটি আছে, তাদের উপর কীভাবে প্রভাব ফেলে, তাও অজানা। ফলে হোম আইসোলেশনের বিধি কঠোর ভাবে মানতে হবে’, জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। আজই দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার।
সিএএ (CAA) নিয়ে এবার বঙ্গ বিজেপির (Bengal BJP) অন্দরেই ‘ক্ষোভ’। ‘চারবার সময় বদলেও বিধি তৈরিতে ব্যর্থ কেন্দ্র। একটি বিধি তৈরি আদৌ সময়সাপেক্ষ বিষয় নয়। ২০২০-তেই রাজ্য উদ্বাস্তু সেল বিধি তৈরি করে মন্ত্রকে পাঠায়। কিন্তু বিধি তৈরি করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এই ব্যর্থতা বিজেপি নেতৃত্বের প্রতি মানুষের অনীহা তৈরি করছে। কৃষি আইন প্রত্যাহারের পর সিএএ প্রণয়ন নিয়েও তৈরি হয়েছে সংশয়’, বিবৃতি রাজ্য বিজেপির উদ্বাস্তু সেলের।