Ekhon Kolkata (Seg 2): মুকুলের বিধায়ক-পদ খারিজ মামলায় আক্রমণে শুভেন্দু । Bangla News
বিধানসভার শুনানি নিয়ে বিশেষ কোনও উৎসাহ নেই। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির জন্যে অপেক্ষায় আছি। মুকুলের বিধায়ক-পদ খারিজ মামলায় আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব বিধানসভার অধ্যক্ষের। কোনও কিছুতেই সন্তুষ্ট নন বিরোধী দলনেতা। বিচারব্যবস্থা কিংবা বিধানসভার অধ্যক্ষের বিচারে সন্তুষ্ট নন। নিরপেক্ষভাবে যা করার তাই করব, মন্তব্য অধ্যক্ষের।
ঝাড়খণ্ডের (Jharkhand) মাওবাদী সংগঠনকে অর্থ জোগানোর অভিযোগে কলকাতা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল এনআইএ (NIA)। ধৃতের নাম মহেশ আগরওয়াল। গতকাল রাতে সল্টলেকের বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ঝাড়খণ্ডের মাওবাদী সংগঠনগুলিকে অর্থ জোগানো ছাড়াও নানাভাবে সাহায্য করতেন ওই ব্যবসায়ী। ট্রানজিট রিমান্ডে ওই ব্যবসায়ীকে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে জেরা করবে এনআইএ। পাশাপাশি, ধৃত ব্যবসায়ীর দুই ভাইয়ের খোঁজেও ঝাড়খণ্ডে তল্লাশি চলছে।
কলকাতা থেকে বিমানে অন্য রাজ্যে যাতায়াতে লাগবে করোনা টেস্টের রিপোর্ট। ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যেতে লাগবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। ওড়িশা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, জম্মু-কাশ্মীর, লাদাখে যেতে লাগবে রিপোর্ট। কলকাতা বিমানবন্দরে বাধ্যতামূলক করা হচ্ছে করোনার নেগেটিভ রিপোর্ট। কলকাতা থেকে যাওয়া এবং আসা, দুই ক্ষেত্রেই লাগবে নেগেটিভ রিপোর্ট।