Ekhon Kolkata: বিতর্কের জেরে পোস্ট ডিলিট, TMC-র বর্ষপূর্তির আগের দিনই ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু।Bangla News
তৃণমূল সরকারের ১১ বর্ষপূর্তির আগের দিনই বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা"। ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য।
বিতর্কের মুখে ফেসবুক পোস্ট ‘ডিলিট’ দেবাংশুর।২ ঘণ্টার মধ্যে ফেসবুক থেকে মন্তব্য সরালেন তৃণমূলের রাজ্য মুখপাত্র। “শেষ পোস্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে, তাই পোস্ট ডিলিট করলাম”। ফের ফেসবুক পোস্ট দেবাংশু ভট্টাচার্যর। “কর্মীরাই দলের সম্পদ, সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তর উপর ভরসা রাখতে হবে। এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। কারণ এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মুখে ফেসবুকে লিখলেন দেবাংশু ভট্টাচার্য।
তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপির হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার ও শহরের কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিংয়েও লাগানো হয়েছে বিজেপির হোর্ডিং। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সমস্ত শো
![Ekhon Kolkata : টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/51f23a91d332860be5cddac526409cee1670683858574170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)