এক্সপ্লোর
মুলায়ম সিং যাদবের জীবনী নিয়ে ছবি, ট্রেলার দেখেছেন?
সমাজবাদী পার্টি-র প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের জীবন কাহিনি নিয়ে তৈরি ‘ম্যায় মুলায়ম সিং যাদব’। শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিত শেঠি, মিমোহ চক্রবর্তী, গোবিন্দ নামদেব, মুকেশ তিওয়ারি, সুপ্রিয়া কার্ণিক, সানা আমিন শেখ। ২ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা।






























