Film Star: ডিরেক্টরের সঙ্গে শ্যুটিংয়ে গিয়েছে হাজার জনের ইউনিট। বাজেট পেরিয়ে বক্স অফিসে আসবে তো প্রফিট?
ABP Ananda Live: ডিরেক্টরের সঙ্গে শ্যুটিংয়ে গিয়েছে হাজার জনের ইউনিট। বাজেট পেরিয়ে বক্স অফিসে আসবে তো প্রফিট? ভাগ্যের চাকা ঘোরাতে গল্প শোনাবে ভাস্কর। মিথ্যের কথার রহস্যের পর্দা সরবে তারপর।
বিনোদনে আগামীর ক্যালেন্ডার নয় খালি, ওদিকে লরেন্স বিষ্ণোইকে কী বার্তা দিলেন সোমি আলি?
তিওয়ারি আর জেকের সামনে রাখা পেজার বেজে উঠল হঠাৎ। পেজারে কারা বার্তা দিল ফ্যামিলি ম্যানকে? কোন লুকে নেটিজেনদের নজর কাড়লেন শাহরুখ? ওদিকে জিমেই কাটছে সুহানার সময়। তিনি কি এবার অ্যাকশন করতে উন্মুখ? পুষ্পা টুয়ের সেটে ভাইরাল আল্লু অর্জুন। রাম্পে শো-স্টপার সারার সম্মোহনও নতুন। নাগাল্যান্ডে দ্য ফ্যামিলি ম্যান সিজন থ্রি-এর শ্যুটিংয়ের মাঝেই সিটাডেট হানি বানির প্রচারে একটি প্রমোশনাল ভিডিও বানিয়ে ফেলেছেন শ্রীকান্ত তিওয়ারি আর তাঁর সহযোগী, জেকে, মানে মনোজ বাজপেয়ী আর শারিব হাশমি। ৭ নভেম্বর মুক্তি পাবে বরুণ ধবন এবং সামান্থা প্রভু অভিনীত সিটাডেল হানি বানি। তার আগে উত্তেজনার পারদ উস্কে দিলেন মনোজ আর শারিব।