Film Star: মহারাষ্ট্রে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ফোটোশিকারিদের ভিড়
ABP Ananda Live: মহারাষ্ট্রে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ফোটোশিকারিদের ভিড়। বলিউড ইন্ডাস্ট্রির তারকারা ভোটধিকার প্রয়োগ করে বুথের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। অক্ষয় কুমার থেকে গুলজার, অনুপম খের থেকে কার্তিক আরিয়ান...বহু তারকা সকাল সকালই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন। জীবনের গল্প আছে, রহস্য আছে, আছে ঐতিহাসিক প্রেক্ষাপট। বড় পর্দা থেকে ওটিটি, এমাসে কোন কোন সিনেমা-সিরিজ মুক্তির অপেক্ষায়? বক্স অফিসে কে দেখাবে দাপট?
মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল। ৯টা নাগাদ প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। বালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত দেববর্মা। বাবার মৃত্যুর খবর পেয়ে জয়পুর থেকে কলকাতার। উদ্দেশ্যে রওনা দেন রাইমা সেন। ত্রিপুরা রাজপরিবারের সন্তান ভরত দেববর্মার। সঙ্গে ১৯৭৮ সালে বিয়ে হয় মুনমুন সেনের।






























