এক্সপ্লোর
Film Star : শাহরুখ খানের জন্মদিনেই প্রকাশ্যে এল ডাঙ্কির প্রথম টিজার
শাহরুখ খানের জন্মদিনেই প্রকাশ্যে এল ডাঙ্কির প্রথম টিজার। এবার তো তাতেই চোখ রাখতে হবে।মধ্যরাতে লোকে লোকারণ্য মুম্বইয়ের বান্দ্রার রাস্তা। শাহরুখ খানের বাড়ির বাইরে তিল ধারণের জায়গা নেই। রাতের নিস্তব্ধতা মুছে ফেলে শুধুই শাহরুখের নাম প্রতিধ্বনিত হচ্ছে। তারপর এল সেই মুহূর্ত। মন্নতের ছাদে দেখা দিলেন বলিউডের কিং খান। জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন অসংখ্য অনুরাগীর সঙ্গে। আর জওয়ান-এর এক্সটেন্ডেড ভার্সন উপহার দিলেন ওটিটিতে।






























