এক্সপ্লোর
ফিল্মস্টার: রাজ কাপুর থেকে আমির, অভিনেতা থেকে পরিচালক হওয়ার নজির গড়েছেন যারা
অভিনেতা হিসাবে পথ চলা শুরু, পরবর্তীকালে সফল পরিচালক হিসাবে নিজেদের নজির গড়েছেন অনেকেই। বলিউডে এমন পরিচালকের সংখ্যা কম নয়। রাজ কাপুর, দেব আনন্দ, অজয় দেবগণ, রজত কাপুর; কে নেই সেই তালিকায়। রয়েছেন আমীর খানও। ২০০৭ সালে ‘তারে জমিন পর’ মুক্তি পায় তাঁর পরিচালনায়।






























